দেশের ১২১ জন পুলিশকর্মী পেলেন ‘তদন্তে অসামান্য কৃতিত্বের জন্য স্বরাষ্ট্র মন্ত্রক’এর পদক

0
2

‘তদন্তে অসামান্য কৃতিত্বের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের পদক’ ২০২০।

স্বরাষ্ট্র মন্ত্রক বুধবার জানিয়েছে, ২০২০ সালের মর্যাদাপূর্ণ ‘তদন্তে অসামান্য কৃতিত্বের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের পদক’ পেলেন সারা দেশের ১২১ জন পুলিশকর্মী। তার মধ্যে রয়েছেন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর ১৫ জন কর্মকর্তা। মধ্য প্রদেশ ও মহারাষ্ট্র পুলিশ থেকে ১০ জন কর্মী। উত্তরপ্রদেশ পুলিশ থেকে আটজন পুলিশকর্মী। কেরল ও পশ্চিমবঙ্গ পুলিশ থেকে সাতজন পুলিশকর্মী। বাকি অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অন্তর্ভুক্ত রয়েছেন বহু।

পশ্চিমবঙ্গের সাতজন পুলিশকর্মী হলেন

▪️ ইন্সপেক্টর সুবীর কুমার মন্ডল।
▪️ ইন্সপেক্টর শুক্লা সিনহা রায়।
▪️ ইন্সপেক্টর ডেনিস অনুপ লাকরা।
▪️ ইন্সপেক্টর বিজয় কুমার যাদব।
▪️ সাব-ইন্সপেক্টর সুপ্রিয়া ব্যানার্জি।
▪️ সাব-ইন্সপেক্টর প্রদীপ পাল।
▪️ লেডি সাব-ইন্সপেক্টর বর্ণালী সরকার।

১২১ জন কর্মীর মধ্যে একুশ জন মহিলা। প্রাপকরা কনস্টেবল থেকে জেলা প্রশাসক পদে রয়েছেন। গত বছর দেশজুড়ে মোট ৯৬ জন পুলিশকর্মী এই পদক পেয়েছিলেন।

অপরাধের তদন্তের শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই পুরষ্কারটি ২০১৮ সাল থেকে শুরু হয়।