আমিরশাহিতে এইট প্যাকের নবদীপ সাইনিকে দেখে চমকে যাবেন

0
2

হঠাৎ দেখলে চিনতে পারবেন না। একটু চোখ রগড়িয়ে আপনাকে বুঝতে হবে যে যাকে দেখছেন তিনি কি আপনার চেনা ভারতীয় পেসার! আর হবে নাই বা কেন, ছিপছিপে চেহারার পেসার যদি লকডাউনে চার মাসে এইট প্যাক নিয়ে হাজির হন, তবে ধন্দে পরাটা স্বাভাবিক । এমনই বাজিমাত করে দেখিয়ে দিয়েছেন নবদীপ সাইনি!এখন লক্ষ্য আইপিএলে বাজিমাত করা। সংযুক্ত আরব আমিরশাহির উড়ান ধরার জন্য তৈরি তিনি । এই মুহূর্তে তিনি ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সব চেয়ে প্রতিশ্রুতিমান পেসার । দেশের দ্রুততম পেসারদেরও এক জন তিনি। শেষ চার মাস বাড়িতে থেকে এভাবেই নিজেকে বদলে ফেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরুণ পেসার।
অধিনায়ক বিরাট কোহালির নির্দেশ ছিল শক্তি বাড়ানোর। অধিনায়কের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন নবদীপ। শেষ চার মাসে নিজের খাদ্যাভ্যাস বদলেছেন। তেল, মশলা কমিয়ে প্রোটিন জাতীয় খাবার বেশি খেয়েছেন। বাড়িয়েছেন ট্রেনিংয়ের সময়ও। প্রায় তিন ঘণ্টা জিম করার পর দু’ঘণ্টা বোলিংয়ের নিবিড় অনুশীলন।
তিনি জানিয়েছেন , ‘‘গত বার আইপিএলে ১১টি উইকেট পেয়েছিলাম। তখনই বিরাট ভাই বলে দিয়েছিল, সামনের বছর আরও বেশি উইকেট পেতে হবে। বলের গতির সঙ্গেই নিজের শক্তি আরও বাড়াতে হবে। যাতে আমাকে দেখলেও ব্যাটসম্যানেরা ভয় পায়। বিরাট ভাইয়ের নির্দেশ পালন করার চেষ্টা করেছি। যে চার মাস সময় পেয়েছি, নিজেকে উজাড় করে দিয়েছি জিমে। দিনে তিন ঘণ্টা ট্রেনিং করার ফল পেয়েছি।
এবারের আইপিএল-এ কি নবজন্ম হবে ভারতীয় পেসারের? ইঙ্গিতপূর্ণ হাসি দিয়েই থেমে গিয়েছেন তিনি ।