সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে এই রাজ্য তথা কলকতা শহরে করোনার প্রকোপ অব্যাহত। রোজই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অনেক আবার উপসর্গহীন। তাই এই মহামারি থেকে রক্ষা পেতে সকলেরই উচিত কোভিড-১৯ টেস্ট করা। কিন্তু অনেকেরই টেস্টের খরচ বহন করার ক্ষমতা নেই। তাই সকলের যাতে টেস্ট করা যায় সে ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
আজ, মঙ্গলবার বেহালার সরশুনা সতীশ সেন পার্কে করোনা নির্ণয়ে বিনামূল্যে সোয়াব টেস্ট হলো। একটি গাড়িতে করে এলাকায় ঘুরে ঘুরে সকলের নমুনা সংগ্রহ করলেন স্বাস্থ্য কর্মীরা। সেখানে প্রচুর মানুষ টেস্ট করান। এই কর্মসূচিতে পার্থ চট্টোপাধ্যায় নিজেও হাজির ছিলেন।