মহামারির মধ্যগগনে করোনাভাইরাসের প্রথম ভ্যাক্সিন বা টিকার অনুমোদন দিল রাশিয়া। প্রথম টিকাটি নিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মেয়ে।
প্রেসিডেন্ট নিজেই একথা জানিয়েছেন। মঙ্গলবার পুতিন ঘোষণা করেন, করোনাভাইরাস প্রতিরোধী প্রথম কার্যকরী টিকা তৈরি করেছে রাশিয়া। এই টিকা পরীক্ষার সময় কার্যকর বলে প্রমাণিত হয়েছে, যা স্থায়ীভাবে ভাইরাস প্রতিরোধে সক্ষম। পুতিন বলেন, আজ সকালে, বিশ্বে প্রথমবারের মতো করোনাভাইরাসের ভ্যাক্সিন রাশিয়ায় নথিভুক্ত করা হয়েছে। এই টিকা আমার এক মেয়ে গ্রহণ করেছে। আমি মনে করি, সে এই সংক্রান্ত এক পরীক্ষায় অংশ নিল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যৌথভাবে ভ্যাক্সিনটি তৈরি করেছে গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার। যা রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।
পুতিন বলেন, ‘ভ্যাক্সিন নেওয়ার পর আমার মেয়ের সামান্য জ্বর হয়েছিল। তবে দ্রুত তার তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। এখন সে ভাল আছে।