করোনার ভ্যাকসিনের ছাড়পত্রের ঘোষণা যেদিন করল রাশিয়া, সেইদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠক ভ্যাকসিন প্রয়োগের গাইডলাইন চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির কাছে তিনি আবেদন করেন, ভ্যাকসিন এলে তা কীভাবে প্রয়োগ ও ব্যবহার করা হবে, তা যেন কেন্দ্র গাইডলাইন দিয়ে জানিয়ে দেয়। তা না হলে পরবর্তীতে এই বিষয় নিয়ে সমস্যা হবে।
একইসঙ্গে এই ভ্যাকসিন নিয়ে যাতে বেআইনি কাজ বা কালোবাজারি হতে না পারে, সে বিষয়েও কেন্দ্রকে কড়া পদক্ষেপ করার আবেদন জানান মুখ্যমন্ত্রী।






























































































































