ভারতে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৩,৬০০, মৃত্যু ৮৭১

0
1

ভারতে করোনা সংক্রমণের ধারা অব্যাহত। এবার গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৩,৬০০ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। তার ফলে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২,৬৮,৬৭৫। এই ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃতু হয়েছে আরও ৮৭১ জন রোগীর। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৫,২৫৭ জনের।

আজ, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছেন

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৬,৩৯,৯২৯ জন রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, এখনও পর্যন্ত ভারতে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১৫,৮৩,৪৮৯ জন করোনাজয়ী। এঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৪৭,৭৪৬ জন।