প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে ছাত্রীদের উপস্থিতি হার সবথেকে বেশি পশ্চিমবঙ্গে। পরিসংখ্যান এবং প্রকল্প বাস্তবায়ন মন্ত্রকের ২০১৯ সালের বার্ষিক রিপোর্ট অনুযায়ী এই তথ্য সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ছাত্রীদের উপস্থিতির হার পশ্চিমবঙ্গে ৯৩.৬ শতাংশ। দেশের মধ্যে সবথেকে কম ছাত্রীদের উপস্থিতির হার দিল্লিতে। ২০১৯ সালে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে মাত্র ৮১.৯ শতাংশ উপস্থিত ছিল ছাত্রীরা।
ছাত্রীদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। তাই বিদ্যালয়মুখী হওয়ার হার বেড়েছে গত কয়েক বছরে। ওই তালিকায় পশ্চিমবঙ্গের পরে রয়েছে উত্তরাখণ্ডের নাম। সে রাজ্যে ২০১৯ সালে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে ছাত্রীদের উপস্থিতির হার ৯৩.৪ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে আছে ছত্তিশগড়। ৯৩ শতাংশ ছাত্রী উপস্থিত ছিল ২০১৯ সালে। ৯৩ শতাংশ এবং ৯২.৯ শতাংশ ছাত্রী প্রস্তুতির হার যথাক্রমে কর্ণাটক এবং কেরালায়।






























































































































