সারা দেশের মতো এ রাজ্যের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। আক্রান্ত প্রায় ১ লক্ষ। মৃত্যু ছাড়িয়েছে ২ হাজার। এই পরিস্থিতিতে লাগাম টানতে এবার ফের রাজ্য সরকারের অনুরোধেই আগামী ১৬ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত দেশের সর্বোচ্চ সংক্রমিত ৬টি শহর থেকে কলকাতার দমদম বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা মোকাবিলায় রোটেশন পদ্ধতিতে সাপ্তাহিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই অবস্থায় বাইরের শহরগুলির থেকে লোক আসলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্য। সেই বিষয়টি মাথায় রেখে আপাতত বিমান পরিষেবা বন্ধের জন্য অসামরিক বিমানমন্ত্রককে চিঠি দিয়ে অনুরোধ করেছিল নবান্ন। আর সেই অনুরোধেই সাড়া দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আনলক পর্বে এর আগে প্রথম বিমান পরিষেবা বন্ধ রাখা হয় গত ৬-১৯ জুলাই। দ্বিতীয় দফায় ২০ জুলাই থেকে ১৫ অগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয় বিমান চলাচল। এ দিন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ টুইট করে জানিয়েছে, “দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আমদাবাদের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ থাকবে। ১৬ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত পরিষেবা দেওয়া হবে না।”































































































































