অনলাইনে কাউন্সেলিং-এর আবেদন স্কুল সার্ভিস কমিশনের

0
6

উচ্চ প্রাথমিকে অনলাইনের কাউন্সেলিং এর আবেদন করল স্কুল সার্ভিস কমিশন। পাশাপাশি উচ্চ প্রাথমিক নিয়ে মামলার দ্রুত নিষ্পত্তি করতে বিশেষ কোর্ট গঠনের আবেদন জানিয়েছে কমিশন। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এই আবেদন করে এসএসসি। মহামারি আবহে কাউন্সেলিং -এর ধরন বদলাতে চাইছে বলে কমিশন সূত্রে খবর। কমিশনের তরফে জানা গিয়েছে, অনলাইন পদ্ধতিতে ঘরে বসে স্কুল নির্বাচন করতে পারবেন শিক্ষকরা। এতদিন পর্যন্ত স্কুল নির্বাচন করতে কমিশনের অফিসে হাজির হতে হত।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা অব্যাহত। গত কয়েক বছরে উচ্চ প্রাথমিকে নিয়োগের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছেন বহু চাকরিপ্রার্থী। কমিশন সূত্রে খবর, উচ্চ প্রাথমিকে মামলার নিষ্পত্তি ধীরগতিতে হওয়ার জন্যই নবম-দশম, একাদশ-দ্বাদশ, কর্মশিক্ষা, শারীর শিক্ষায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা যাচ্ছে না। শুক্রবার, হাইকোর্টে শর্তসাপেক্ষে নিয়োগের আবেদন জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চ আবেদন নাকচ করে দিয়েছে। এরপরই দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চেয়ে বিশেষ কোর্টের আবেদন করে এসএসসি।