এবারের আইপিএলের মূল স্পনসর হওয়ার দৌড়ে যারা ঢুকে পড়েছেন তাদের নাম শুনলে আপনিও চমকে উঠবেন । হ্যাঁ, এবারের আইপিএল-এর স্পনসররা হিসাবে উঠে এল যোগগুরু বাবা রামদেবের সংস্থা পতঞ্জলির নামও। লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে আসন্ন আইপিএলের টাইটেল স্পনসরশিপ থেকে সরে দাঁড়িয়েছে চিনের স্মার্টফোন প্রস্ততকারী সংস্থা ভিভো।
পতঞ্জলির মুখপাত্র এসকে তিজারাওয়ালা বলেছেন, এ বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপ নিয়ে আমরা বিবেচনা করছি। কারণ, আমরা পতঞ্জলি ব্র্যান্ডকে আন্তর্জাতিক মার্কেটিং মঞ্চ পৌঁছে দিতে আগ্রহী।
তিনি আরও জানিয়েছেন যে, ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড -এর কাছে এ ব্যাপারে প্রস্তাব পেশের বিষয়টি তাঁরা বিবেচনা করছেন।
প্রসঙ্গত, এবারের আইপিএল দেশের বাইরে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হবে। সম্ভবত দর্শকশূন্য স্টেডিয়ামেই ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে টাইটেল স্পনসর হলে পতঞ্জলি লাভবান হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ভিভো সরে যাওয়ার বিসিসিআই নতুন স্পনসরের খোঁজ চালাচ্ছে। এক্ষেত্রে উঠে আসছে জিও, আমাজন, টাটা গ্রুপ, ড্রিম ১১, আদানি গ্রুপ ও এডুকেশন স্টার্ট-আপ বাইজুসের মতো সংস্থার নাম। এই তালিকায় নয়া সংযোজন পতঞ্জলি আয়ুর্বেদ ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.