বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা অভিমুখ বদল করেছে। ফলে কমবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বুধবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও । তবে সোম ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্যপ্রদেশে সরে গিয়েছে নিম্নচাপ। নিম্নচাপ সরে যাওয়ায় স্বাভাবিকভাবেই রাজ্যে বৃষ্টি কমবে। আর তার ফলেই দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ।

সোমবার কলকাতায় সহ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস । পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গে। আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে বেলা বাড়তেই বর্ধমান বীরভূম সহ বিভিন্ন জেলায় শুরু হয় বৃষ্টি।

হাওয়া অফিস জানিয়েছে ওড়িশা ও অন্ধ্র উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি ছত্তীসগড়ের উপর দিয়ে মধ্যপ্রদেশে অবস্থান করছে। এদিকে, বিহারে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। অতিবৃষ্টির ফলে কেরলে ধস নেমে অবস্থা ক্রমশ ভয়ানক হচ্ছে। এরইমধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ অভিমুখ বদলের ফলে বৃষ্টির পরিমাণ কমতে চলেছে দক্ষিণবঙ্গে। ফলে বাড়ছে আদ্রতাজনিত অস্বস্তি।






























































































































