৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে না ট্রেন। বিজ্ঞপ্তি দিয়ে জানালো রেল বোর্ড। আগে বলা হয়েছিল ১২ অগাস্ট পর্যন্ত দেখে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এর মধ্যেই এদিন রেল বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, লোকাল, মেট্রো, দূরপাল্লার ট্রেন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে না। আগের মতই চলবে মালগাড়ি বা স্পেশাল ট্রেন।
দেশে বর্তমানে সংক্রমণের পরিস্থিতি অনুযায়ী এই সিদ্ধান্ত। পরবর্তীতে অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।