আজ মুখোমুখি বসিয়ে জেরা করা হবে রিয়া-সৌভিক-সিদ্ধার্থকে

0
1

সুশান্ত সিং রাজপুত মামলায় সোমবার একসঙ্গে চারজনকে জেরা করছে ইডি। আজ একজনের মুখোমুখি অন্যজনকে বসিয়ে জেরা করা হবে। সোমবার সকাল এগারোটা নাগাদ মুম্বইয়ে ইডির অফিসে পৌঁছে যান রিয়া চক্রবর্তী। এর আগে ৮ আগস্ট রিয়াকে টানা ৮ ঘণ্টা জেরা করেছিলেন ইডি কর্তারা। আজ ফের জেরা। ডাকা হয়েছে রিয়ার ভাই সৌভিককেও। সৌভিককে শনিবার রাতভর জেরা করা হয়, টানা ১৩ ঘণ্টা। আজ প্রথমবার জেরার মুখে পড়ছেন রিয়ার বাবা ও সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি। ইডি সূত্রে খবর সিদ্ধার্থর মুখোমুখি আলাদাভাবে রিয়া ও সৌভিককে বসিয়ে যেমন জেরা করা হবে, তেমনি তিনজনকে একসঙ্গে বসিয়েও জেরা করা হবে। রিয়া তাঁর আয় বহির্ভূত সম্পত্তির কোনও হিসাব প্রথম দিন দিতে পারেননি। সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর কারণও বলতে পারেননি। ফলে ইডির কড়া নজরে রয়েছে রিয়া ও সৌভিক।