দিন কয়েক আগেক ইউপিএসসির রেজাল্ট বেরিয়েছে। এবার ইউপিএসসির সিভিল সার্ভিস এক্সামিনেশনে মোট ৮২৯ জন সফল হয়েছেন। সফলদের মধ্যে ১৫০ জন মহিলাও রয়েছেন। কঠোর পরিশ্রম, নিষ্ঠার পর সাফল্য পেয়েছেন তাঁরা।
ইউপিএসসির সিভিল সার্ভিস এক্সামিনেশনে সারা দেশে ২৮৬ ব়্যাংক করেছেন মাদুরাইয়ের ২৫ বছরের যুবতী পূর্ণা সুন্থারি। তিনি দৃষ্টিশক্তিহীন। কিন্তু সমস্ত প্রতিকূলতা জয় করে পূর্ণা ইউপিএসসিতে সফল হয়েছেন। চতুর্থবারের চেষ্টায় তিনি এই সাফল্য অর্জন করেছেন। সারা দেশে ২৮৬ ব়্যাংক করেছেন মাদুরাইয়ের ২৫ বছরের যুবতী । একাদশ শ্রেণীতে পড়ার সময় থেকেই পূর্ণা আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখা শুরু করেন। কোনও প্রতিবন্ধকতাই তাঁকে টলাতে পারেনি। নিজের লক্ষ্যে অবিচল থেকে পূর্ণা আজ দেশের কোটি কোটি যুবক-যুবতীর কাছে আইডলে পরিণত হয়েছেন।
পূর্ণা জানিয়েছেন , ‘শুনে শুনেই আমায় পড়াশোনা করতে হতো। ইউপিএসসির প্রস্তুতির জন্য সমস্ত বই অডিয়ো ফর্মাটে পেতাম না। সেকারণে আমার বাবা-মা দিনরাত বই পড়তেন। আমি তা শুনতাম। বন্ধুরাও যথেষ্ট সাহায্য করেছে। তাঁরা বিভিন্ন বই অডিয়ো ফর্মাটে কনভার্ট করে দিত। তাঁদের সকলের জন্য আজ আমি আইএএস অফিসার হয়েছি। শিক্ষা, স্বাস্থ্য ও নারী স্বশক্তিকরণের কাজে নিজেকে নিয়োজিত করতে চাই।’
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.