তাঁর বিরুদ্ধে হওয়া মিডিয়া ট্রায়াল বন্ধ করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রিয়া চক্রবর্তী। সর্বোচ্চ আদালতে নতুন এফিডেভিট জমা দিয়ে তাঁর আইনজীবী বলেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রশাসনিক তদন্ত শেষ হওয়ার আগে, আদালতে এই মামলার নিষ্পত্তি হওয়ার আগে একাংশের মিডিয়া তাঁকেই দোষী সাব্যস্ত করে ভয়ঙ্কর অপপ্রচার চালাচ্ছে। তাঁর বিরুদ্ধে মিডিয়ার এই আক্রমণ বন্ধ করতে অবিলম্বে হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আদালতে বিহার পুলিশের বিরুদ্ধে করা রিয়ার আবেদনের শুনানি হওয়ার কথা। তার আগে সোমবার জমা পড়ল নতুন এফিডেভিট।