আয়ের সঙ্গে সঙ্গতিহীন রিয়ার সম্পত্তির পরিমাণ

0
1

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর আয়ের সঙ্গে তাঁর সম্পত্তির পরিমাণে অসঙ্গতি রয়েছে। অভিনেত্রী আয়ের হিসেব পেয়ে এমনটাই জানিয়েছেন তদন্তকারীরা। ইডির কাছে গত দু’বছরের আয়ের হিসাব দাখিল করেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

সোমবার ইডি দফতরে হাজির হন অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী, বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং রিয়ার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি। সূত্রের খবর, ২০১৭-১৮ আর্থিক বছরে রিয়ার আয় ছিল ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা। ২০১৮-১৯ আর্থিক বছরে এর পরিমাণ ১৮ লক্ষ ২৩ হাজার। অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ ১০ গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। এমনকী শেয়ার মার্কেটে বিনিয়োগ এর পরিমাণ ৩৪ লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে ৪২ লক্ষ টাকা।