কাল, মঙ্গলবার, ১১ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপলক্ষ্য মহামারি পরিস্থিতি নিয়ে আলোচনা। যে দশটি রাজ্যে মহামারি পরিস্থিতি চিন্তাজনক, সেই দশটি রাজ্যের সঙ্গে ভার্চুয়াল বা ভিডিও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এই দশ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। মূলত মহামারি পরিস্থিতি সামাল দিতে রাজ্যগুলি কী কী ব্যবস্থা নিয়েছে, আরও কী কী প্রয়োজন, সে বিষয় নিয়ে আলোচনা হবে। নবান্ন সূত্রে খবর বৈঠক শুরু হবে সকাল ১১টায়। মুখ্যমন্ত্রীর এই বৈঠকে থাকার সম্ভাবনা রয়েছে। যদি তিনি একান্তই থাকতে না পারেন, সেক্ষেত্রে মুখ্যসচিব অথবা কোনও মন্ত্রীও থাকতে পারেন।