আবাসিক ভক্তদের মধ্যে ভাইরাস উপসর্গ, বন্ধ হল মায়াপুরের ইসকন মন্দির

0
3

আবাসিক ভক্তদের মধ্যে ভাইরাস উপসর্গ। এই কারণে ফের বন্ধ হয়ে গেল মায়াপুর ইসকন মন্দির৷ গত ৯ অগস্ট থেকে আগামী এক মাসের বেশি সময় মন্দির বন্ধ থাকবে। কর্তৃপক্ষের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

পাশাপাশি, মন্দিরের সমস্ত আবাসিক ভক্তদের ভাইরাস পরীক্ষা করানো হয়েছে মায়াপুর কমিউনিটি হাসপাতালে। এই পরীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে অধিকাংশ ভক্তের শরীরে কোভিড-১৯ অ্যান্টিবডি তৈরি হয়েছে। তার ফলে প্রমাণিত যে, তাঁদের আবাসিক ভক্তরা ভাইরাসে আক্রান্ত। তাই কোনওভাবে ঝুঁকি নিতে নারাজ ইসকন মন্দির কর্তৃপক্ষ।  সংক্রমণ রুখতে তাই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, লকডাউন শিথিল হতে মন্দিরের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। এর ফলে সংক্রমণ দ্রুত ছড়ানোর আশঙ্কা থেকে যায়। সংক্রমণ ছড়ানোর আগেই পুনরায় মন্দির বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হল।