প্রশাসন-পুলিশ ‘উচ্ছন্নে যাওয়া বাচ্চা: সরকারকে টুইটে খোঁচা রাজ্যপালের

0
3

রাজ্যের প্রশাসন ও পুলিশ ‘উচ্ছন্নে যাওয়া বাচ্চাদের’ মতো আচরণ করছেন। ফের রাজ্য সরকারকে বিঁধে টুইট রাজ্যপালের। গত ৭ দিনে রাজ্যপালের দুটি টুইটে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাতেরাবহ তৈরি হয়েছে। নিজের টুইটার হ্যান্ডেলে সোমবার, মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে জগদীপ ধনকড় লেখেন, “কেমন চলছে রাজ্যপাট! শীর্ষ পদে থাকা আমলাদের একাংশ আগুনের গোলা নিয়ে খেলছেন। রুলস অব বিজনেস এর ১৬৬(৩) ধারা অবজ্ঞা করা হচ্ছে। রাজ্যের প্রশাসন ও পুলিশ ‘উচ্ছন্নে যাওয়া বাচ্চাদের’ মতো আচরণ করছেন।” শুধু তাই নয় দ্বিতীয় দুইটিতে রাজ্যপাল পুলিশ ও প্রশাসনের পর্দাফাঁস হবে বলেও কটাক্ষ করেছেন।

বেশ কিছুদিন ধরেই রাজ্যের আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ তুলছেন রাজ্যপাল। কিন্তু সাংবিধানিক শীর্ষ পদে থেকে কীভাবে ধনকড় সরকারি আমলাদের এই ভাষায় কটাক্ষ করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে, রাজ্যপালের এই টুইট নিয়ে সরকার পক্ষের কোনও প্রতিক্রিয়া না পাওয়া যায়নি।