সপ্তাহের শুরুতে বাড়ল সোনার দাম , উঠল রুপোর দরও

0
3

সপ্তাহের শুরুতে ফের দাম বাড়ল সোনা ও রুপোর। সোমবার এমসিএক্স সূচকে ০.৪৬% বৃদ্ধির জেরে সোনার দাম প্রতি ১০ গ্রাম যাচ্ছে ৫৫,০৪০ টাকা।
সোনার সঙ্গে পাল্লা দিয়ে এ দিন দর বেড়েছে রুপোরও। সূচকে ১.৪৩% উত্থানের ফলে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৭৫,২২০ টাকা। গত অধিবেশনে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১,০০০ টাকা পড়েছিল আর রুপো প্রতি কেজি প্রায় ১,৬০০ কমতে দেখা গিয়েছিল। তবে চলতি বছরে মোটের উপরে সোনার দামে ৪০% উত্থান দেখা গিয়েছে এ পর্যন্ত।
আন্তর্জাতিক বাজারে এ দিন সোনার দামে স্থিতাবস্থা দেখা গিয়েছে, যদিও গত অধিবেশনে নজরকাড়া পতন দেখা যায়। এ দিন স্পট গোল্ড সূচকে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ২,০৩৩.৪০ ডলার। মনে করা হচ্ছে, আমেরিকা ও চিনের মধ্যে সম্পর্কের অবনতি এবং সম্প্রতি বিশ্বজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা আচমকা বাড়ার ফলেই সোনার দামে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। আগের অধিবেশনে আন্তর্জাতিক সূচকে সোনার দামে প্রায় ১.৫% পতন লক্ষ্য করা গিয়েছে।

পাশাপাশি, এ দিন সূচকে ০.১% কমেছে রুপোর দাম, যার ফলে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্সের দাম যাচ্ছে ২৮.২৮ ডলার।