বড় কোনও উপসর্গ না থাকার কারণে যে সব কোভিড রোগী হোম আইসোলেশনে থাকবেন, তাঁদের বিনামূল্যে ওষুধ এবং পালস অক্সিমিটার যন্ত্র দেবে অসম সরকার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রবিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। জানা গিয়েছে, সোমবার থেকেই গুয়াহাটি শহরে এই প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, দেশের অন্যান্য রাজ্যের মত উত্তর-পূর্বেও বেশ দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মৃত্যুর খবরও আসছে। এই পরিস্থিতিতে হাসপাতালগুলির শয্যায় টান পড়েছে। তাই উপসর্গ মারাত্মক না হলে হাসপাতালে ভরতি না হয়ে বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে অসমবাসীকে। এজন্য রাজ্যের শহরগুলিতে চালু হয়েছে টেলিমেডিসিন পরিষেবা। এবার তার পরিধি বাড়ানো হবে শহরের বাইরেও। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি পালস অক্সিমিটার যন্ত্র দেওয়া হবে বাড়িতে থাকা রোগীদের, যাতে নিজেরাই শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে পারেন। কোভিড রোগীদের ক্ষেত্রে রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকলেও প্রবল শ্বাসকষ্ট হওয়ার আগের মুহূর্তে রোগী কোনও উপসর্গ অনুভব করেন না। সেই কারণে বহু ক্ষেত্রে তা প্রাণঘাতী হয়ে যায়। বাড়িতে থেকেই এবার যদি নিয়মিত পালস অক্সিমিটার যন্ত্রে রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয়ের সুযোগ পান উপসর্গহীন রোগীরা, তাহলে শারীরিক পরিস্থিতির উপর নজরদারি আরও সহজ হবে, প্রাণও বাঁচবে। অসমের আগে দিল্লি সরকারও হোম আইসোলেশনে থাকা কোভিড রোগীদের বিনামূল্যে ওষুধ ও পালস অক্সিমিটার দিয়েছিল। তাতে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে বলে জানিয়েছে আপ সরকার। এবার অসমও সেই পথেই।






























































































































