অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুর তদন্তে গত ৮ অগাস্ট রিয়াকে প্রথম দফায় জেরা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। প্রায় ৮ ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল তাঁকে। প্রশ্ন উঠেছিল রিয়ার বার্ষিক রোজগার ১৪ লাখ টাকা হলে কীভাবে ৬৫ লাখ টাকা খরচ করতে পারেন। এছাড়াও প্রশ্ন উঠেছিল তার বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে।
সূত্রের খবর, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জবাবে অসন্তুষ্ট ইডি অফিসাররা। আর সেই কারণেই সোমবার অর্থাৎ আজ রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
শোনা যাচ্ছে রিয়ার ভাই শৌভিকের জবাবেও সন্তুষ্ট নন ইডি অফিসারেরা। তাই আজ আবারও ডাক পড়তে পারে তাঁর।
পাটনায় করা সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিংয়ের এফআইআরে রিয়ার বিরুদ্ধে সুশান্তের টাকা তছরুপের অভিযোগ আনা হয়েছিল। ইডি তদন্ত শুরু করে পাটনায় করা মামলার ভিত্তিতেই।