সুশান্তের পরিবারের সদস্যদের বয়ান রেকর্ডের প্রস্তুতি সিবিআইয়ের

0
1

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করবে সিবিআই। বিহার সরকারের কাছে সিবিআই তদন্তের আর্জি জানান সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। এরপর বিহার সরকার কেন্দ্রের কাছে সুপারিশ জানায়। সেই সুপারিশকে মান্যতা দিয়ে গত বুধবার সিবিআই তদন্তের অনুমতি দেয় কেন্দ্র।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং সহপরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হরিয়ানার ফরিদাবাদের কমিশানার ওপি সিংয়ের স্ত্রী সুশান্তের বড়দিদি নীতু সিং বাড়িতে আছেন কে কে সিং। সেখানেই বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে।

গত ২৫ জুলাই প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর সহ তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন কে কে সিং। পাটনার রাজীবনগর থানায় ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ৩৪১,৩৪২,৩৮০,৪০৬, ৪২০-ধারায় রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী এবং বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।