আইপিএল-এ অবসর কাটাতে ক্রিকেটারদের গিটার – প্লেয়িং কার্ড রাখার পরামর্শ দিলেন  ব্রেট লি

0
1

এবারের আইপিএল-এর আসর বসছে আমিরশাহিতে। আর সেখানে পৌঁছেই এক নতুন অভিজ্ঞতার সামনে পড়বেন ক্রিকেটাররা। তারা ঢুকে পড়বেন জৈব নিরাপত্তা বলয়ে। ইচ্ছে করলেই সেই বলয় ছেড়ে বেরনোর উপায় নেই। আড়াই মাসেরও বেশি সময় মাঠ থেকে হোটেল রুম, হোটেল রুম থেকে মাঠ। এর বাইরে ক্রিকেটারদের অবাধ যাতায়াতের কোনও সুযোগ নেই।
কিন্তু প্রশ্ন উঠেছে, অবসরে তাহলে ক্রিকেটাররা সময় কাটাবেন কী করে? উপায় বাতলে দিয়েছেন প্রাক্তন অস্ট্রেলীয় পেসার ব্রেট লি। প্রাক্তন অজি স্পিডস্টার আমিরশাহি উড়ে যাওয়ার আগে বিভিন্ন দলের ক্রিকেটারদের সঙ্গে গিটার এবং প্লেয়িং কার্ড রাখার পরামর্শ দিয়েছেন। জৈব নিরাপত্তা বলয়ে হোটেল রুমে গিটার বাজিয়ে কিংবা তাস খেলেই ক্রিকেটারদের সময় কাটানোর উপায় জানিয়েছেন তিনি ।
তাঁর কথায়, ‍‘‍‘স্বাস্থ্য-সংক্রান্ত নিয়ম মেনে করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে হবেই। কাজেই কোনও ক্রিকেটারের হোটেলের বাইরে যাওয়া সমর্থনযোগ্য নয়।’’ যোগ করেছেন, ‍‘‍‘এটা দল ও সমর্থকদের জন্যও ভাল হবে। কারণ আইপিএল বন্ধ হয়ে গেলে সেটা বিপর্যয় হবে।’’