সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গোবরডাঙায় গ্রেফতার যুবক

0
3

রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগে গ্রেফতার এক যুবক। পুলিশ জানিয়েছে ধৃতের নাম ইন্দ্রজিৎ মণ্ডল নামে বছর তিরিশের ওই যুবক বাড়ি গোবরডাঙার জানাপুল এলাকায়। এই ধরনের পোস্টে আইন-শৃঙ্খলা বিঘ্নিত ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে বলে গোবরডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ দত্ত। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় ইন্দ্রজিৎকে।

সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জানান, একের পর এক কুরুচিকর মন্তব্য করে চলেছে শাসক-বিরোধী কিছু সমর্থক- যা অসভ্য বর্বরতার চরম নিদর্শন। ঘটনায় বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করেন জ্যোতিপ্রিয় মল্লিক।