ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি আক্রান্ত। এই ঘটনায় কিছু এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ, রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বোদরা অঞ্চলে আব্বাস সিদ্দিকির অনুগামীদের ওপর আক্রমণ চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার পর সোমবার সকালে আক্রান্ত অনুগামীদের দেখতে যান ফুরফরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। অভিযোগ, ওই এলাকার উদ্দেশে রওনা দিতেই রাস্তায় তাঁর গাড়ির ওপর ইট-পাটকেল ছুড়ে হামলা চালায় দুষ্কৃতীরা। ওই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন পীরজাদা আব্বাস সিদ্দিকি। পুলিশি তদন্ত চলছে৷ এই ঘটনার নিন্দা করেছেন বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া৷
এদিকে,আব্বাস সিদ্দিকি আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উত্তর ২৪ পরগণার বিভিন্ন এলাকায়
বিক্ষোভ অবস্থান হয়৷ বামনগাছি, কদম্বগাছি, দত্তপুকুরে অবস্থান বিক্ষোভ হয়৷ ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷





























































































































