রাহুল, প্রিয়াঙ্কার সঙ্গে কথার পরই রাজস্থানে বিদ্রোহে ইতি পাইলট শিবিরের

0
1

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা বঢরার সঙ্গে শচিন পাইলটের সাক্ষাৎপর্বের পরই বিদ্রোহে ইতি বিক্ষুব্ধ শিবিরের। কংগ্রেস সূত্রে খবর, কালকের মধ্যেই শচিন পাইলটকে সসম্মানে দলে তুলে ধরতে বিবৃতি দেবে কংগ্রেস। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, কংগ্রেস হাইকম্যাণ্ড নির্দেশ দিলে পাইলটকে সাদরে বরণ করতে আমি তৈরি। পরিবর্তিত পরিস্থিতিতে আজ ও কালকের মধ্যে হরিয়ানা থেকে পাইলট অনুগামী বিধায়করা জয়পুরে ফিরে আসছেন। পাইলট শিবিরের যে বিক্ষুব্ধ বিধায়কের বিরুদ্ধে টাকার বিনিময়ে দল ভাঙানোর জন্য বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের সঙ্গে ডিল করার অভিযোগ উঠেছিল, সেই ভাওয়ারিলাল শর্মা সোমবার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী গেহলটের সঙ্গে। পরে তাঁর মন্তব্য, পরিবারে ভুল বোঝাবুঝি হয়েছিল, তা মিটেও গেছে। এখন আমরা সবাই গেহলটের পাশে। সূত্রের খবর, রাহুল- প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠকে শচিন যুক্তি দেন, গেহলটের বিরুদ্ধে অভিযোগ জানালেও কংগ্রেসের বিরুদ্ধে তিনি কোনও মন্তব্য করেননি। তাঁর এই যুক্তি হাইকম্যাণ্ড মেনে নিয়ে তাঁর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। ফলে রাজস্থানে এক মাসের উপর চলা নাটকের আপাতত যবনিকাপাত হল বলে মনে করছে রাজনৈতিক মহল।