ভাইরাস আক্রান্ত তিরুপতি মন্দিরের ৭৪৩ জন কর্মী, মৃত ৩

0
3

তিরুপতি মন্দিরের পুরোহিত-সহ প্রায় ৭৪৩ জন কর্মী ভাইরাস আক্রান্ত । ইতিমধ্যেই সংক্রমণের জেরে তিরুপতি মন্দিরের তিন কর্মীর মৃত্যুও হয়েছে। তিরুপতি মন্দিরের আক্রান্ত কর্মীদের মধ্যে ৪০২ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকি ৩৩৮ জন এখনও চিকিৎসাধীন। তবে পুণ্যার্থীদের কেউই ভাইরাস আক্রান্ত হননি বলেই খবর। লকডাউন শিথিল হওয়ার পর মন্দির খুললে গত জুলাইতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২.৩৮ লক্ষ পুণ্যার্থী ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শনে তিরুপতিতে এসেছেন।

মন্দিরের ‘টেম্পল বোর্ডে’-র এক্সিকিউটিভ অফিসার অনিল কুমার সিং বলেন, “শুধু তিরুপতি মন্দিরের কর্মীরাই ভাইরাস আক্রান্ত হচ্ছেন, এমনটা নয়। গোটা রাজ্যেই সংক্রমণ বেড়েছে।”

প্রসঙ্গত , লকডাউনের জেরে ৮০ দিন বন্ধ থাকার পর গত ৮ জুন অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতির মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়।