বসিরহাটে বিরোধী শিবিরে ভাঙন, তৃণমূলে যোগ ৪০০ জনের

0
1

বসিরহাটের এক নম্বর ব্লকের খোলাপোতা, চৈতা ও কচুয়া গ্রাম পঞ্চায়েতের দুই কংগ্রেস সদস্য, দুই নির্দল সদস্য, বিজেপি নেতা ও সিপিএম নেতা সহ কমপক্ষে চারশোজন যোগ দিলেন শাসকদলে। বসিরহাট খোলাপোতা চৌমাথায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বসিরহাট উত্তর বিধানসভার তৃণমূল চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, ব্লক সভাপতি, কার্যকারী সভাপতি, পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে সামিল হতেই দলবদল বলে জানিয়েছেন নবনিযুক্তরা।