চাকা ঘুরল ভাঙড়ে: জমি রক্ষা কমিটি থেকে তৃণমূলে ৩০০ জন, দাবি শাসকদলের

0
1

চাকা ঘুরল ভাঙড়ে। যে জমি রক্ষা কমিটির হাত ধরে শাসকদল বিরোধী পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল, সেটাতেই ভাঙন ধরাল তৃণমূল। রবিবার ভাঙড়ের পোলেরহাটে কমপক্ষে ৩০০ জন জমি রক্ষা কমিটির সদস্য  যোগদান করেছেন বলে দাবি তৃণমূলের। তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, ভাঙড় ২ ব্লক তৃণমূল সভাপতি ওহিদুল ইসলাম, আরাবুল ইসলামের উপস্থিতিতে এই দলবদল হয়।

এক সময় পোলেরহাট ২ পঞ্চায়েত এলাকার টোনা, খামারাইট, মাছিভাঙা সহ আশপাশের বিভিন্ন এলাকার বসিন্দারা তৃণমূল নেতা আরাবুল ইসলাম, তাঁর ছেলে হাকিমুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলে। রবিবার সেই আরাবুল, হাকিমুলের হাত ধরেই জমি কমিটির সদস্যরা তৃণমূলে যোগ দিলেন।
প্রাক্তন জমি কমিটির সদস্য হামিদুল লস্কর, রাজ্জাক বিশ্বাস, শাহ আলমের অভিযোগ,
আন্দোলনের নামে সরকারি ক্ষতিপূরণের ১২ কোটি টাকা ক্ষতিগ্রস্ত গরিব মানুষ পাননি। বদলে নেতারা সেই টাকা নিজেরা ভাগ করে নিয়েছেন। এই কারণে বীতশ্রদ্ধ হয়ে তাঁরা জমি রক্ষা কমিটি ছেড়ে শাসকদলে যোগ দিলেন।