করোনার পরীক্ষায় উত্তম ভাবে পাশ করেছেন আপনারা, মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রবিবার
আন্দোমান ও নিকোবরের বিজেপি কর্মীদের সঙ্গে ভিডিও কন্ফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি । এই কন্ফারেন্সে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ছাড়াও আন্দামান ও নিকোবরের একাধিক তাবড় নেতারা উপস্থিত ছিলেন।
এইভাবেই সেবার কাজকে আগে নিয়ে যেতে হবে। রোগ হোক বা বা ব্যবসার ক্ষেত্র বিভিন্ন ধরনের সমস্যা আসতেই পারে, তাকে কাটাতে একজোট হওয়ার আবেদন জানান তিনি।মোদি বলেন,
প্রতিটি পরিবারে যোগাযোগ রাখুন। সকলের কাজে আমাদের আসতে হবে। কাজ করেই যেতে হবে।
এরপর তিনি বলেন , কাজে সমস্যা বা বাধা আসলেও তা থেকে মুখ ফেরালে চলবে না।
কাজ করতে করতে সংকটও আসবে। সেবাভাবের জন্য আমাদের বহু অফিসার করোনা পজিটিভ হয়েছেন। তাতেও কাজ থেকে সরেননি। তবে দোগজ কি দুরি মাস্ক জরুরি মন্ত্র সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সাফ বার্তা দেন মোদি।
উল্লেখ্য, এদিন দুই দ্বীপের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টা পরই মোদি আন্দামানের অপটিক্যাল ফাইবার কেবল কানকেশনের উদ্বোধন করবেন। আর সেই সূত্র ধরেই তিনি এদিন নতুন ভারত গড়তে আরও উন্নয়ন চাই বলে মন্তব্য করেন । আর সেই জন্যই সোমবার আরও এক অধ্যায় দেখবে আন্দামান বলে জানান তিনি । এই অপটিক্যাল ফাইবারের জন্য দুই দ্বীপের ইন্টারনেটে সুবিধা হবে। যা ভবিষ্যতে ভারতকে এগিয়ে যেতে সুবিধা করে দেবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.