ভাইরাস আক্রান্ত ৯ দিনের শিশুর জটিল অস্ত্রোপচার সফল কলকাতা মেডিক্যালে

0
1

৯ দিনের শিশু। জন্মের পর থেকেই তার দুটি কিডনিতে জল জমতে শুরু করে। মূত্রনালীর সমস্যা থাকায় ক্যাথেটার দিয়ে প্রস্রাব বের করানো হয়। এরইমধ্যে শিশুটি ভাইরাস আক্রান্ত হয়। এদিকে মূত্রনালীতে রক্তক্ষরণ হওয়ায় দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন। কলকাতার এক নামী শিশু হাসপাতালে সন্তানকে নিয়ে ভর্তি ছিলেন তারকেশ্বরের বাসিন্দা রিম্পা মাইতি। শিশুটি ভাইরাস রিপোর্ট পজিটিভ এলে মা ও সন্তান দু’‌জনকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

এক রত্তি শিশুটির জটিল অস্ত্রোপচার করে নজির তৈরি করল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল । অস্ত্রোপচার সফল হয়। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । চিকিৎসকেরা জানিয়েছেন, পরীক্ষা–নিরীক্ষার পর জানা যায়, মূল সমস্যা শিশুটির মূত্রনালীর পর্দায়। সেখান থেকে রক্তক্ষরণও হচ্ছে। চিকিৎসকরা জানান, এই সমস্যা জন্মগত। ক্যাথেটার পরানোয় জটিলতা বেড়েছে।

দ্রুত মেডিক্যাল টিম গঠন করে শুক্রবার দুপুরে শুরু হয় অস্ত্রোপচার। চলে রাত ১১টা পর্যন্ত। সফল অস্ত্রোপচার শেষে শিশুশল্য বিভাগের চিকিৎসক ডাঃ মিত্রজিৎ মল্লিক জানান, মূত্রনালীর পর্দা তলপেটের ত্বকের সঙ্গে প্রতিস্থাপিত করা হয়েছে। এই অস্ত্রোপচারের পোশাকি নাম ‘ভেসিকোস্টোমি’। শিশুটি এখন সুস্থ। তবে ভাইরাস আক্রান্ত হওয়ায় আলাদা চিকিৎসা চলছে। শিশুটি যেহেতু ভাইরাস আক্রান্ত তাই তার বাবা-মায়েরও পরীক্ষা করানো হবে বলে জানান চিকিৎসক।