অন্ধপ্রদেশের বিজয়ওয়াড়ার কোভিড সেন্টারের অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি টুইটবার্তায় তিনি বলেন, “বিজয়ওয়াড়ার করোনা কেন্দ্রের আগুনে গভীরভাবে ব্যথিত। যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাচ্ছি। আহতদের যত দ্রুত সম্ভব আরোগ্য কামনা করছি। বর্তমান পরিস্থিতি নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডির সঙ্গে আলোচনা করেছি এবং সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছি।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গুজরাতের আমদাবাদের একটি করোনা হাসপাতালের আইসিইউতে আগুন লেগে আটজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছিল, হাসপাতালের চতুর্থ তলে শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছিল। বিজয়ওয়াড়ার হোটেলেও শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে প্রাথমিকভাবে অনুমান করছেন দমকলকর্মীরা।





























































































































