কর্মসংস্থান নয়, মোদি সরকারের নজর ধর্মের দিকে: বিস্ফোরক মন্তব্য বিজেন্দর সিং-এর

0
3

কর্মসংস্থান নিয়ে জেরবার দেশের মানুষ । পরিসংখ্যান বলছে, গত ৪৫ বছরে সর্বাধিক বেকারত্বের হার মোদি জমানাতেই বেড়েছে। এই পরিস্থিতিতে মহামারির আবহে লকডাউনের কারণে দেশের কর্মসংস্থান বর্তমানে তলানিতে। লকডাউনের জন্য , ‌লক্ষ লক্ষ মানুষ চাকরি খুইয়েছেন। অনেককে আবার ব্যবসাও গোটাতে হয়েছে। একটি সমীক্ষায় প্রকাশ , শুধু পুরুষরা নন, লকডাউনে চাকরি খুইয়েছেন ২৩.‌৫ শতাংশ মহিলাও। কর্মসংস্থান নিয়ে যখন জেরবার দেশের মানুষ সেই সময় বিস্ফোরক মন্তব্য করলেন বক্সার বিজেন্দর সিং।


মোদি সরকারকে কটাক্ষ করে
বিজেন্দর বলেছেন , দেশে রোজগার নেই। আর সাধারণ মানুষ এই নিয়ে প্রশ্ন করলেই ধর্মের নেশা ধরিয়ে দেওয়া হয়। অর্থাৎ কর্মসংস্থান নয়, মোদি সরকারের নজর ধর্মের দিকে। কিন্তু এবার আর তা হবে না। নিজের টুইটার হ্যান্ডেলে সেই কথাই লিখেছেন বিজেন্দর।
তিনি এর আগে ২০১৯ লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লিতে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু বিজেপির রমেশ বিধুরির কাছে হেরে যান। তবে সম্প্রতি ‘রোজগার দো’ কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। অনেক নেতাই কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছেন। আর সেই প্রসঙ্গেই বিজেন্দরের এই টুইট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ টুইটের শেষে #RozgarDo হ্যাশট্যাগও জুড়েছেন তিনি।
টুইটে বিজেন্দর লিখেছেন, ‘‌‘জনগণ কর্মসংস্থান চেয়ে প্রশ্ন করলেই ধর্মের নেশা ধরিয়ে দাও। কিন্তু আর এরকম হবে না।‌’‌’