ক্যাপ্টেন দীপক বসন্ত শাঠে। কোঝিকোড় বিমান দুর্ঘটনায় নিজের প্রাণ বিসর্জন দিয়ে বাঁচালেন দেড়শোর বেশি যাত্রীকে। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ছাত্র ইন্ডিয়ান এয়ার ফোর্সের মিগ পাইলট দীপক ছিলেন আদ্যপান্ত একটি নির্ভেজাল ভাল মানুষ। অসম্ভব ভাল গান গাইতেন। এয়ারফোর্সের একটি বার্ষিক অনুষ্ঠানে গান গেয়ে সকলকে চমকে দেন দীপক। সেই গান আপাতত ভাইরাল। শুনুন সেই গান…