শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৬৪,৩৯৯, বাড়ছে সুস্থতাও

0
1

করোনা প্রকোপ থেকে মুক্তি নেই দেশবাসীর। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। এবার গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৪,৩৯৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১,৫৩,০১১। এই ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ৮৬১ জন রোগীর। আজ, রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, দেশে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬,২৮,৭৪৭ জন রোগী। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৩,৩৭৯ জনের। তবে স্বস্তির খবর, ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১৪,৮০,৮৮৫ জন। এঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৫৩,৮৭৯ জন করোনাজয়ী।