ভূ-স্বর্গে ফের জঙ্গিদের নিশানায় বিজেপি নেতা, গুলিবিদ্ধ ওবিসি মোর্চা জেলা সভাপতি

0
1

ভূ-স্বর্গে ফের জঙ্গিদের নিশানায় বিজেপি নেতা। ফের এক বিজেপি নেতাকে গুলি জম্মু ও কাশ্মীরে। এবার বডগামে বিজেপির ওবিসি মোর্চার জেলা সভাপতি আব্দুল হামিদ নজরকে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। আজ, রবিবার সাতসকালেই এমন ঘটনা ঘটে।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন আব্দুল হামিদ নজর। তখনই বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে গত কয়েকদিনে জম্মু-কাশ্মীরে তিন-তিনবার বিজেপি নেতা-কর্মীদের উপর হামলা চালাল জঙ্গিরা।