জম্মু ও কাশ্মীরে একের পর এক হামলা বিজেপি নেতাদের ওপর! ফের জখম এক নেতা

0
3

কাশ্মীরে বিজেপি নেতা কর্মীদের ওপর ফের হামলার খবর। এই নিয়ে পাঁচ দিনে তিনবার হামলা চালাল দুষ্কৃতীরা। রবিবার সকালে বদগাঁওয়ের ওমপোরায় প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন বিজেপি নেতা আব্দুল হামিদ নজর। সেই সময় তাঁর ওপর হামলায় চালায় কিছু অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজরা। জখম হন তিনি। এরপর তাঁকে মহারাজা হরি সিং হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

৩৮ বছরের আব্দুল হামিদ নজর এর আগে বিজেপির জেলা সভাপতি ছিলেন। তিনি ওবিসি সম্প্রদায়ভুক্ত। এদিনের হামলা নিয়ে গত ৫ দিনে এটি বিজেপি নেতা, কর্মীদের ওপর তৃতীয় হামলা। বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের কাজিগুণ্ডে হামলা হয়েছিল সরপঞ্চের ওপরে। মৃত্যু হয়েছিল ওই বিজেপি নেতার। বাড়ির বাইরে সাজ্জাদ আহমেদ নামে ওই নেতার ওপর হামলা হয়। অপর সরপঞ্চ আরিফ আহমেদ শাহের ওপরও হামলা হয়েছিল। আর আজ দুষ্কৃতীরা হামলা চালালো আব্দুল হামিদ নজরের ওপর।

অন্যদিকে বিজেপি নেতা, কর্মীদের ওপর একের পর এক হামলার জেরে দল ত্যাগ করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বেশ কয়েকজন বিজেপি নেতারা।