রামমন্দিরকে টেক্কা, নীরবে বাংলায় হচ্ছে বৃহত্তম মন্দির?

0
1

রামমন্দির নিয়ে বিজেপি যতই রাজনীতির চেষ্টা করুক, আগামীদিন তাতে বড়সড় ধাক্কা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বুকে নবদ্বীপে গড়ে উঠছে বৃহত্তম হিন্দু মন্দির। তাকে ঘিরে মেগাসিটি, পর্যটন ইত্যাদি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর অনুমোদন ও পৃষ্ঠপোষকতায় এই কাজ চলছে। তবে সরকারি প্রকল্পে মন্দির নয়। বিকল্প উপায়ে প্রক্রিয়া এগোচ্ছে। এই মন্দির আত্মপ্রকাশ করলে বিজেপির মন্দির রাজনীতি ধাক্কা খাবেই। নবদ্বীপ হয়ে উঠবে ধর্মীয় তীর্থযাত্রীদের গন্তব্য। বাংলার হিন্দু ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা জলে যাবে। সর্বভারতীয় ক্ষেত্রে চমকে দেবে বাংলার বৃহত্তম মন্দির। বিষয়টি এখন সামনে না এনে সন্তর্পণে কাজ চলছে।