কোভিড সেন্টারে বিধ্বংসী আগুন, মৃত ৯

0
9

গুজরাতের পর এবার অন্ধ্রপ্রদেশ। কোভিড সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড । রবিবার সকালে এই অগ্নিকাণ্ড ৯জনের মৃত্যু হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার একটি হোটেলকে কোভিড সেন্টারে পরিণত করা হয়। ওই হোটেলটিতেই আগুন লাগে।

প্রচুর ভাইরাস আক্রান্ত রোগি ছিলেন ‘স্বর্ণ প্যালেস’ নামে ওই হোটেলটিতে। ইতিমধ্যে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। কমপক্ষে ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে উদ্ধার হওয়া রোগিদের।
প্রচুর মানুষ ওই হোটেলটিতে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। একটি নামকরা হাসপাতাল কর্তৃপক্ষ ওই হোটেলটি ভাড়া করে ভাইরাস আক্রান্তদের চিকিৎসা চালাচ্ছিল বলে খবর।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। গভীর শোক প্রকাশ করেছেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।