করোনার বলি হয়ে অকালে চলে গেলেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা তথা কোচ বিমল পোদ্দার।
গত ২৩ জুলাই মহামারিতে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন তিনি । ফুটবল ও ব্যাডমিন্টনে নিজের অসাধারণ কেরিয়ারের পাশাপাশি, তিনি তৈরি করেছেন অসংখ্য রাজ্য এবং জাতীয়স্তরের চ্যাম্পিয়ন। তাঁর অবদানকে স্বীকৃতি দিতে এক অনলাইন ভার্চুয়াল স্মরণ সভার আয়োজন করেছিলেন তাঁরই অন্যতম প্রিয় ছাত্র সমাজসেবক চন্দ্রচূড় গোস্বামী। সহযোগিতায় ছিল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ঋতম বাংলা অ্যাপ। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন তাঁরই কৃতী ছাত্র খেলোয়াড় দীপঙ্কর ভট্টাচার্য, অমৃতা ভট্টাচার্য, সৌমেন ভট্টাচার্য, অরিন্দম মুখোপাধ্যায়, অনির্বাণ দাশ প্রমুখ। উল্লেখ্য, দীপঙ্কর ভট্টাচার্য একাধিক বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বার্সিলোনা ও আটলান্টা অলিম্পিকে জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেছেন। ফুটবল ময়দান থেকে ছিলেন কল্যাণ চৌবে, ইন্দ্রাণী সরকার, দেবাশীষ মুখোপাধ্যায়, অমিতাভ চন্দ্র, সুমন দত্ত প্রমুখ। অন্যদিকে দাবার জগৎ থেকে ছিলেন অতনু লাহিড়ী এবং তাইকোন্ড থেকে পার্থ বিশ্বাস।
কোচের সম্পর্কে স্মৃতিকারণ করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তার ছাত্র-ছাত্রীরা। প্রত্যেকের গলাতেই ছিল, প্রিয় স্যারের সঙ্গে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার স্মৃতি রোমন্থন। অভিভাবক এবং অতি কাছের বন্ধু বিমল পোদ্দারের অসাধারণ সান্নিধ্য দেওয়ার ক্ষমতাকে কুর্নিশ জানান সবাই ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.































































































































