বিধি মেনেই আজ শান্তিনিকেতনে ২২শে শ্রাবণ

0
1

মহামারি আবহে সব ধরনের বিধিমেনেই আজ, শুক্রবার শান্তিনিকেতনে পালিত হবে কবিগুরুর প্রয়াণ দিবস, ২২ শ্রাবণ। সংক্রমণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে সামাজিক দূরত্ব মেনে এবং অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠান হবে। এবছর ভাইরাসের জন্য শান্তিনিকেতনের সব অনুষ্ঠানই কার্যত বন্ধ৷ তবে জোড়াসাঁকোয় ঠাকুরবাড়িতে আজ কোনও অনুষ্ঠান হবে না।

বিশ্বভারতী সূত্রের খবর, গুরুদেবের প্রয়াণ দিবস উপলক্ষে আজ, শুক্রবার ভোর ৫টায় গৌরপ্রাঙ্গণে বৈতালিকের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। পরে সকাল ৭টায় উপাসনা গৃহে কবিগুরুর স্মরণে বিশেষ অনুষ্ঠান হবে। ওই উপাসনায় পাঠভবন ও সঙ্গীতভবনের পড়ুয়ারা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। তারপর দুপুর সাড়ে ১২টা নাগাদ আম্রকুঞ্জে প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হবে বৃক্ষরোপণ উৎসব। প্রধান অতিথি হিসেবে থাকবেন আশ্রমিক তথা রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক দীপক আচার্য। এদিনের সমস্ত অনুষ্ঠান মহামারি বিধি মেনেই পালন করা হবে।