কলকাতা হাইকোর্টের ইউটিউব চ্যানেল, লক্ষ্য, আইনি লড়াই এড়িয়ে বিরোধের ফয়সালা

0
1

কলকাতা হাইকোর্ট ইউটিউব চ্যানেল চালু করলো৷ এর উদ্দেশ্য, আইনি লড়াই এড়িয়ে বিরোধের ফয়সালা করতে মানুষকে সচেতন করা৷

রাজ্যের শীর্ষ আদালতের ‘মিডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন কমিটি’ এই উদ্যোগ নিয়েছে। কমিটির সদস্য-সচিব অরিন্দম দাস জানিয়েছেন, মিডিয়েশন বা মীমাংসা প্রয়াস আসলে ‘বিরোধ মেটানোর বিকল্প পদ্ধতি’। বিশ্বজুড়েই এমন প্রয়াস চলছে।

এই ইউটিউব চ্যানেলটিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি, প্রথিতযশা আইনজীবী, প্রশিক্ষিত মিডিয়েটর ছাড়াও অন্যদের বক্তব্য নিয়মিতভাবে দেওয়া হবে। কীভাবে কোনও বিরোধের মীমাংসা করা হয়, সেই সম্পর্কেও তৈরি কিছু ফুটেজও চ্যানেলটিতে দেখানো হবে। আইনি বিরোধ কম সময়ে ও কম খরচে কীভাবে মেটানো যেতে পারে, সেই প্রসঙ্গে সাধারণ মানুষকে জানাতে এবং বোঝাতেই এই চ্যানেল ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

অধিকাংশ ক্ষেত্রে খুবই ছোট বা তুচ্ছ বিরোধকে ইস্যু করে আইনি বিরোধ শুরু হয়। মিডিয়েটর বা মীমাংসাকারী সেই নগন্য বিরোধের কারনটি প্রাথমিকভাবে খুঁজে বের করবেন। তারপর সেই বিরোধ আপসে মেটানোর উদ্যোগ নেবেন। এই প্রয়াসের লক্ষ্য হিসেবে জানানো হয়েছে, মামলাকারী দু’পক্ষ মীমাংসাকারীর কাছে এলে, তিনি চেষ্টা করবেন, সেই বিরোধের অবসান ঘটাতে, যাতে দু’পক্ষ খুশি হয়েই ফিরতে পারে। চ্যানেলটি যত বেশি সংখ্যক মানুষ দেখবেন, ততবেশি মানুষ বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল হয়ে চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন বলে ধারনা করা হয়েছে।