‘রিয়া বদনাম করে সমাজের চোখে হেয় করবেন তাঁকে!’ পরিকল্পনা সম্পর্কে বোনকে বলেছিলেন সুশান্ত

0
1

দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য আরও গভীর হচ্ছে। এক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিহার পুলিশ সুপ্রিম কোর্টে এক হলফনামা দিয়েছে। তারা দাবি করেছে, “প্রয়াত অভিনেতা তার বোনকে বলেছিলেন তাঁর প্রেমিকা রিয়াকে টাকা না দিলে তাঁকে বদনাম করে সমাজের চোখে হেয় করবেন।”

ওই হলফনামায় স্পষ্ট বলা রয়েছে, “০৮.০৬.২০২০ তারিখ আবেদনকারী (রিয়া) নগদ,গয়না, ল্যাপটপ, ক্রেডিট কার্ড এবং গুরুত্বপূর্ণ নথিগুলি নিয়ে প্রয়াত অভিনেতার বাড়ি থেকে চলে যায়। অভিনেতা তার বোনকে জানিয়েছিলেন যে আবেদনকারী তাকে মিথ্যে অভিযোগে জড়িত করবেন, যদি সুশান্ত তার প্রতি মনোযোগ না দেন। এরপর আবেদনকারীর নির্যাতনের কারণে ১৪.০৬.২০২০ তরিখে অভিনেতা আত্মহত্যা করেছিলেন।”

প্রসঙ্গত, যেদিন কেন্দ্রীয় সরকার বিহার পুলিশের অনুরোধে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা সিবিআইয়ের কাছে হস্তান্তর করেছিল, সেদিন কেন্দ্রীয় সংস্থা এই মামলায় একটি এফআইআর নথিভুক্ত করেছিল। ওই এফআইআর-এ তার মা, বাবা, ভাই এবং আরও দু’জন সহ সুশান্তের প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তীর নাম উল্লেখ করা হয়েছে।