চেকে টাকা তোলার নিয়ম বদলালো আরবিআই

0
1

চেকে টাকা তোলার নিয়ম বদলালো রিজার্ভ ব্যাঙ্ক। গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখেই হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে নয়া নিয়ম জারি৷ ৫০ হাজার টাকার বা বেশি টাকার সমস্ত চেকের জন্য পজিটিভ পে সিস্টেম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই সিস্টেমে চেক ক্লিয়ারেন্সের সময়ে সময় যে ব্যাঙ্ক থেকে টাকা কাটা হবে তাদের যোগাযোগ করা হবে ৷

পজিটিভ পে সিস্টেমে চেক দেওয়ার আগে যে অ্যাকাউন্ট হোল্ডারের চেক জারি করেছে সেই চেকের নম্বর, ডেট, পেয়িনেম, অ্যাকাউন্ট নম্বর সহ অন্যান্য তথ্য যাচাই করতে হবে ৷ এরপর যখন ভাঙানোর জন্য জমা করা হবে, তখন ব্যাঙ্ক পজিটিভ পে-র মাধ্যমে চেক ডিটেলস মিলিয়ে দেখবে ৷ সমস্ত তথ্য মিলে গেলে টাকা দেওয়া হবে ৷ মোটা অঙ্কের টাকার ক্ষেত্রে গ্রাহকদের সুবিধার্থে এই নিয়ম বলে জানিয়েছে আরবিআই।