বেসরকারিকরণের পর এবার দুটি পদও তুলে দিচ্ছে রেল

0
1

বেসরকারিকরণ করেই থেমে নেই, রেল মন্ত্রক এবার রেলের দুটি পদ তুলে দিল। দুটি পদ হলো ডাক খালাসি ও রেলওয়ে বাংলো পিওন। নতুন করে এসব পদে আর নিয়োগ করা হবে না। রেল বোর্ডে নিশ্চিতভাবে বিষয়টি নিয়ে আলোচনা হবে। তবে সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ পাশ হয়ে যাবে। ২০২০-র ১ জুলাই থেকে এই জাতীয় নিয়োগের নতুন করে পর্যালোচনা হতেই পারে। অর্থাৎ সেগুলি বাতিলও হতে পারে।

যে দুটি পদে আর নিয়োগ না করার সিদ্ধান্ত হয়েছে ডাক খালাসি ও বাংলো পিওন পদগুলি ব্রিটিশ আমলের তৈরি। বাংলো পিওন রেল কর্তাদের বাড়িতে কাজ করেন। অনেক সময় কর্তারা নিজেদের পছন্দমতো লোককে নিয়োগ করেন। আর ডাক পিওন বিভিন্ন জায়গায় বার্তা পাঠানোর কাজ করে। কিন্তু এখন ফোন, হোয়াটস অ্যাপ কিংবা ইমেলে কাজ হয়ে যাচ্ছে। কলকাতা, মুম্বই, চেন্নাই, হুবলি, সেকেন্দ্রাবাদে বহু কর্মী আছেন। ফলে তাঁরাও এখন অনিশ্চয়তার মুখে।