কিছুটা স্বস্তি, আপাতত বাড়ছে না ট্যাক্সি ভাড়া। ট্যাক্সিতে উঠলে আগের মতই প্রাথমিক ভাড়া থাকছে ৩০ টাকা। আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে জানাল তিনটি ইউনিয়ন। লকডাউন এবং তার পরবর্তী ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে ট্যাক্সি পথে নামাতে টানাপোড়েন শুরু হয় পরিবহন দফতর ও ইউনিয়নগুলির মধ্যে। সরকারের কোন ছাড়পত্র ছাড়াই একতরফা সিদ্ধান্ত নিয়ে প্রাথমিক ভাড়া ৫০ টাকা ঘোষণা করে দেন ইউনিয়নের নেতারা। কিন্তু শুক্রবার বেঙ্গল টেক্সি ইউনিয়নের সাধারণ সম্পাদক বিমল গুহ জানিয়ে দেন, বহু বিশিষ্ট ট্যাক্সি যাত্রীদের অনুরোধে আগের ভাড়া বহাল রাখল ইউনিয়ন। এই পরিস্থিতিতে জনগণ আর্থিক চাপের মধ্যে রয়েছেন। সে কারণে সিদ্ধান্ত বদল। একই সঙ্গে তিনি জানান, আগামী সপ্তাহে ফের তাঁরা বৈঠকে বসবেন। সরকার তাদের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন বিমল গুহ।