আজ শুক্রবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আজ একসঙ্গে প্রকাশিত হবে ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি পরীক্ষার ফল।
আজ সকাল সাড়ে ১১টা নাগাদ বৈঠকে বসবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বেলা দেড়টা নাগাদ হবে সাংবাদিক বৈঠক। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জয়েন্টের ফল। রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ডের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। বেলা ৪টে থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
জেনে নিন কোন কোন সাইটে ফলাফল জানা যাবে… www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in। ফলাফল ও rank জানার পর ছাত্রছাত্রীরা তাদের rank কার্ড ডাউনলোডও করে নিতে পারবেন।
উল্লেখ্য, এবছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ২ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নেয় । লকডাউনের জেরে এতদিন ফলপ্রকাশ থমকে ছিল । অবশেষে ৬ মাসের মাথায় ফলপ্রকাশ করল বোর্ড। সূত্রের খবর, এবার কাউন্সেলিংও হবে অনলাইনে।