রাজ্য জয়েন্টের প্রথম দশে কলকাতার জয়জয়কার , কৃতিরা খেলাধুলাতেও পারদর্শী

0
1

প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স -এর ফলাফল। এই ফলাফলে শহরের জয়জয়কার। তৃতীয় স্থানে রয়েছেন কলকাতার শ্রীমন্তী দে।  জয়েন্টে এন্ট্রেন্সের সপ্তম স্থানে সল্টলেকের সোহম সমাদ্দার। এবং নবম স্থানে কাকুরগাছির বাসিন্দা গৌরিক মাসকারা ।

জয়েন্ট এন্ট্রেন্সের সপ্তম স্থানে সল্টলেকের ইই ব্লকের বাসিন্দা সোহম সমাদ্দার। এরই পাশাপাশি আইআইএসসি সিএমআই-তেও  সে স্থান পেয়েছে। সে বিদেশের একটি বিশ্ববিদ্যালয়েও পড়ার সুযোগ পেয়েছে । অপরদিকে, জয়েন্ট এন্ট্রেন্সের নবম স্থানে কাঁকুড়গাছির বাসিন্দা গৌরিক মাসকারা । আইআইটিতে পড়েতে ইচ্ছুক এই ছাত্র। তার পছন্দের বিষয় হল কম্পিউটার সায়েন্স। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট, ফুটবল, বাস্কেট বলেও তার সমান ভালো লাগা রয়েছে। এখানেই শেষ নয় ক্যারাটেতেও ব্ল্যাক বেল্টের খেতাব রয়েছে। শুক্রবার জয়েন্টের ফল প্রকাশের পর থেকেই খুশির আমেজ এলাকায় ও পরিবারের মধ্যে। কলকাতার এই কৃতিরা শুধুমাত্র লেখাপড়ায় নয় আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে পারদর্শী তারা।

প্রত্যেকেই  জানাল, লেখাপড়ার পাশাপাশি মন ভাল রাখতে খেলাধুলাও করেছে তারা। শুধু বইয়ের পাতায় আটকে থাকলেই হবে না । খেলাধুলা, গান-বাজনা, নিজের পছন্দের বিষয়ের উপরও গুরুত্ব দিতে হবে। ছাত্র-ছাত্রীদের এমনটাই বার্তা দিল তারা।