দুবাই থেকে কালিকটগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান অবতরণের সময় পিছলে গেল রানওয়েতে। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ কেরালার কালিকট বিমানবন্দরে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। বিমানটিতে ১০ জন শিশু সহ ১৯০ জন যাত্রী ছিলেন। প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বৃষ্টির মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানের পাইলট ও সহ পাইলট গুরুতর আহত। দুই যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিমানটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল নাকি বৃষ্টির মধ্যে ল্যান্ডিংয়ের সময় এই বিপর্যয় তা স্পষ্ট নয়। আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।





























































































































